Be a blogger! Share your knowledge.
» » Android ফোনে Root ছাড়াই ব্যবহার করুন স্ক্রিন রেকর্ডার অ্যাপ
TrickNetBD TrickNetBD TrickNetBD

Android ফোনে Root ছাড়াই ব্যবহার করুন স্ক্রিন রেকর্ডার অ্যাপ

আসসালামু আলাইকুম, আমরা অনেক সময় দেখি যে সকল ফোন রুট করা তারা অনায়েসেই তাদের ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারে। কিন্তু যাদের ফোন রুট করা নেই তারা ফোনের এই সুবিধাটি ভোগ করতে পারে না। এজন্য অনেকেই চেষ্টা করেন তাদের ফোনটিকে রুট করার জন্য। তবে একটি ফোন রুট করা অনেক ঝামেলার বিষয়। তাই আমি কখনোই আপনাদের মোবাইলটিকে রুট করার সাজেশন দিব না। আপনি রুট ছাড়াই আপনার ফোনে স্ক্রিন রেকোর্ড করতে পারবেন।  তাই আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনার ফোন রুট করা না থাকলেও আপনি খুব সহজেই আপনার ফোন দিয়ে  স্ক্রিন রেকর্ড করতে পারবেন ।


সব থেকে বেশি রেটিং পেয়েছে এই অ্যাপ টি। আর সব থেকে বড় কথা এটির সাইজ খুবই কম তাই প্রায় সব ফোনেই কাজ করে। অ্যাপ টি বর্তমান এ আপডেট
হয়েছে ।একদম আপডেট ভার্সন চাইলে ডাউনলোড করে নিতে পারেন।



App Name: AZ screen recorder pro(update )
Size: 6.6 MB

আমরা দেখে থাকি যত ভাল স্ক্রিন রেকর্ডার আছে সে গুলা রুট ব্যাবহার কারীদের জন্য। আন রুট ব্যাবহার কারীদের জন্য তেমন কোন ভাল অ্যাপ নাই। কিন্তু আজ যে স্ক্রিন রেকর্ডার App নিয়ে কথা বলছি সেটা ব্যাবহার করার জন্য আপনাকে ফোন রুট করতে হবে না সাথে সাথে এই এ্যাপটিতে পেয়ে যাবেন অনেক গুলো ফিচার। এটি ব্যবহার করে আপনি ফোটো ইডিট করতে পারবেন। রুট ব্যাবহার কারীরাও এই অ্যাপ টি ব্যাবহার করে দেখুন এর থেকে ভাল অ্যাপ পাবেন না।

ব্যাবহার করা খুব সহজ অ্যাপ টি এক ক্লিকে রেকর্ড শুরু হয়ে যাবে।আপনি সেটিং থেকে ইচ্ছা মত রেজুলেশন সেট করতেপারবেন। খুব স্টাইলিশ এ্যাপটি । আপনি ভিডিও edit ও করতে পারবেন
এটি দিয়ে। আরো অসাধারণ সব ফিচার আছে ব্যাবহার করে দেখুন।

N.B. কিছু ফোনে অ্যাপ টি ভালো ভাবে কাজ নাও করতে পারে। তবে খুব স্বল্প ফোনেই এমনকি হয়। আমি এই এ্যাপটি কে 250 MB Ram যেসকল ফোনে তাতেও দেখেছি একদম Smoothly কাজ করতে।

ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন

তো উপরের লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করুন আর ইনজয় করুন। সবাই ভাল থাকুন।
Report Print

About Author


0 Response to "Android ফোনে Root ছাড়াই ব্যবহার করুন স্ক্রিন রেকর্ডার অ্যাপ"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues