লাইক এবং ডিজলাইক খুব মজার একটি জিনিস আমারা যারা ফেসবুক ব্যবহার করি তারা সবাই যানি ফেসবুকে Like করা যায় কিন্তু Dislike করা যায় না তবে আজকে যে Widget মানে বাটন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা YouTube এর লাইক ডিজলাইক এর মত। এই লাইক বাটন গুলোর সব থেকে মজার বিষয় হল আপনি ইচ্ছে মত স্টাইল ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ
কিভাবে ব্লগার ব্লগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেন আপনার ব্লগে যুক্ত করুন একটি জীবিত মাকড়শা আর ভিজিটরদের চমকে দিন!! আপনার ব্লগে মেঘ গর্জন সঙ্গে বৃষ্টি ইফেক্ট যুক্ত করুন খুব সহজে!! কিভাবে ব্লগে যুক্ত করবেন আকর্ষণীয় ব্রেকিং নিউজ স্টাইল এর নোটিশ বোর্ড
আরও পড়ুনঃ
অনেকের মনে প্রশ্ন কেন এই লাইক ডিজলাইক বাটন ব্যবহার করবো?
আসলে এটা ব্যবহার করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার এতে আপনার ব্লগের ভিজিটর বাড়বে বা অন্য কোন উপকার হবে তেমন কিছু না এটা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন আপনার পোস্ট কত জন পছন্দ করেছে আর কতজন পছন্দ করেনি মূলত আমার মতে এটাই এর মূল কাজ।
আসলে এটা ব্যবহার করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার এতে আপনার ব্লগের ভিজিটর বাড়বে বা অন্য কোন উপকার হবে তেমন কিছু না এটা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন আপনার পোস্ট কত জন পছন্দ করেছে আর কতজন পছন্দ করেনি মূলত আমার মতে এটাই এর মূল কাজ।
কিভাবে Like & Dislike বাটন ব্লগার ব্লগে যুক্ত করবেনঃ
প্রথমে আপনি আপনার ব্লগে লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template >> Edit HTML এ ক্লিক করুন এবং আপনার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগটি সার্চ করুন
ট্যাগ টা খুঁজে পেলে তার নিচে নিচের কোড গুলো কপি করে নিয়ে বসিয়ে দিন।
উপরের কোড গুল বসানোর পর আপনি একি ভাবে উপরের ট্যাগটি আবার সার্চ করুন দেখুন দ্বিতীয় বার পাবেন মানে এই ট্যাগটি
এবার একি ভাবে এই ট্যাগ এর নীচে উপরের কোড গুলো বসিয়ে দিন এবং Save করুন।
এবার আপনি সাইটের যেকোন একটি পোস্ট ওপেন করে দেখুন Like এবং Dislike বাটন এড হয়ে গিয়েছে।
পোস্ট টি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
About Author
0 Response to "আপনার Blogger ব্লগে প্রতিটি পোস্টের নিচে যুক্ত করুন Like এবং Dislike বাটন"
Post a Comment