Be a blogger! Share your knowledge.
» » ব্লগ ডিজাইন [পর্ব-০২]:: ইডিট করুন আপনার ব্লগ/ব্লগস্পট টেমপ্লেট।
TrickNetBD TrickNetBD TrickNetBD

ব্লগ ডিজাইন [পর্ব-০২]:: ইডিট করুন আপনার ব্লগ/ব্লগস্পট টেমপ্লেট।

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর এখন তো দিন কাল ভালো না। বাংলাদেশেও ধুকে পড়েছে নভেল করনা ভাইরাস। সবাইকে সতর্ক থাকতে হবে, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
তো যায় হোক, আবারও হাজির হলাম ব্লগ ডিজাইন এর ২য় পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্লগ/ব্লগস্পট টেমপ্লেট এর কিছু কাস্টমাইজেশন নিয়ে। আমার আজকের পোস্টের মাধ্যমে আপনারা শিখতে যাচ্ছেন  ব্লগার টেমপ্লেট এর কিছু গুরুত্বপূর্ণ কাস্টমাইজ সম্পর্কে। তাই পোস্টটি সম্পূর্ণ পড়তে থাকুন। তো চলুন শুরু করা যাক।



1.কিভাবে ব্লগ টেমপ্লেটের footer এর "Copywrite by" লেখা remove করবেন? (2020)

আমরা অনেক সময় দেখি ব্লগ এর নিচে লেখা থাকে Copywriter By ______ যা দেখতে খুবই বিরক্তিকর। অনেকে ওই লেখাটিকে মুছে ফেলতে চান। আবার অনেকে মনে করেন ওই লেখাটির যায়গায় যদি তার নিজের লেখা থাকত!!! তো চলুন দেখি কিভাবে লেখাটি remove করবেন।

  • এর জন্য প্রথমে আপনার ব্লগ এ sing in করে Theme >> edit html এ যান। 
  • তারপর নিচের কোডটি search করুন 👇


  • এবার সার্চ করা কোড এর নিচে <div style= থেকে </div> পর্যন্ত ডিলিট করে দিন। অথবা আপনি যদি লেখাটি নিজের মতো করে পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন।
ব্যাস এবার আপনার ব্লগে ভিজিট করে দেখুন কাজ হয়েছে কিনা। 


2.কিভাবে আপনার ব্লগে পেজ নেভিগেশন যুক্ত করবেন? (2020)


পেজ নেভিগেশন আমরা বলতে বুঝি পেজ নাম্বার। অর্থাৎ একটি পেজে নির্দিষ্ট পরিমাণ কিছু কন্টেন্ট থাকে। এবং পরবর্তী পেজে আরও কিছু কন্টেন্ট থাকে। এখন এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য এই পেজ নেভিগেশন ব্যবহার করা হয়। এটি আপনার ব্লগে অ্যাড করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। 👇

  • এর জন্য প্রথমে আপনার ব্লগে sign in করুন। 
  • তারপর মেনু থেকে layout >> Add a gadget এ ক্লিক করুন। 
  • এরপর html/javascript গ্যজেটটি এ্যাড করুন। 
  • এরপর নিচের কোডটি কপি করে কনটেন্ট বক্সে পেস্ট করুন। 
  • এবার সেভ করে দিন। 
ব্যাস এবার আপনার ব্লগে ভিজিট করে দেখুন কাজ হয়েছে কিনা।



3.কিভাবে আপনার ব্লগে সুন্দর একটি কাস্টম সার্চ বক্স যুক্ত করবেন? (2020)


কাস্টম সার্চ বক্স যুক্ত করা হয় ভিজিটরদের সুবিধার্থে। যাতে তারা কোনো একটি পোস্ট খুব সহজেই আপনার ব্লগ থেকে অনুসন্ধান করতে পারে। আপনিও আপনার ব্লগে এমন একটি সার্চ বক্স যুক্ত করতে পারবেন।
  • এরজন্য আপনার ব্লগে sing in করুন 
  • তারপর layout এ ক্লিক করুন 
  • তারপর আপনার ইচ্ছা মত যায়গা থেকে Add a gadget এ ক্লিক করুন। 
  • এরপর html/javascript গ্যজেটটি এ্যাড করুন। 
  • এরপর নিচের কোডটি কপি করে কনটেন্ট বক্সে পেস্ট করুন
ব্যাস এবার আপনার ব্লগে ভিজিট করে দেখুন কাজ হয়েছে কিনা। 



তো বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই পোস্টটি।  আমার ধারাবাহিক টিউটোরিয়াল এর আজকের পোস্ট এখানেই শেষ করছি। পরিবর্তী তে এই টিউটোরিয়াল এর ৩য় পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আল্লাহর কাছে বেশী বেশী প্রার্থনা করুন যেন তিনি আমাদের কে করনা ভাইরাস থেকে রক্ষা করেন। খোদাহাফেজ।
Report Print

About Author


0 Response to "ব্লগ ডিজাইন [পর্ব-০২]:: ইডিট করুন আপনার ব্লগ/ব্লগস্পট টেমপ্লেট।"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues