আশাকরি আপনাদের ভালই লাগবে :) । তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি চলুন দেখে নিই কিভাবে আপনার ব্লগার ব্লগে এই ইফেক্ট ব্যবহার করবেন।
আরও পড়ুনঃ
যেভাবে আপনার ব্লগে এই বৃষ্টি ইফেক্ট সঙ্গে মেঘ গর্জন যুক্ত করবেন !
- প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন।
- ড্যাশবোর্ড থেকে Layout → Add a Gadget → HTML/Javascript এ ক্লিক করুন
- এবার নিচের কোড গুল ফাকা ঘরে বসিয়ে দিন টাইটেল ঘর ফাকা রাখুন
- Save এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ চেক করুন
তাহলে আজকের মত এই পর্যন্ত। আর আজকের এই পোস্ট আপনাদের কেমন লাগল নিচের লাইক আনলাইক বাটনে ক্লিক করে জানাতে পারেন । পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করেও জানাতে পারেন । আর আমার পরবর্তী পোস্টগুলোর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।
Report Print
About Author
1 Response to "আপনার ব্লগে মেঘ গর্জন সঙ্গে বৃষ্টি ইফেক্ট যুক্ত করুন খুব সহজে!! "
আরো পড়ুন পোষ্টের মাঝে কিভাবে শো করাতে হবে?
ReplyDelete