Be a blogger! Share your knowledge.
» » কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।
TrickNetBD TrickNetBD TrickNetBD

কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজীর হয়েছি।
টিউটোরিয়ালটির বিষয়ঃ

কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।

আমরা অনেক পারসনাল ব্লগে দেখে থাকি তারা পেইড ফাইলগুলোকে পাসওয়ার্ড দিয়ে রাখে, যাতে হ্যাকাররা সহজে সেই ফাইল ব্রাউজ করতে না পারে।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।
আজকের টিউটোরিয়াল টা নিয়েই সাজানো হয়েছে।
সত্যি কি ব্লগে পাসওয়ার্ড লাগানো সম্ভব? হ্যাঁ তবে ব্যাপারটা হচ্ছে রি-ডাইরেক পেইজের মতো। 
এখন সবার প্রশ্ন জাগতে পারে  রি-ডাইরেক পেইজের মাদ্ধমে এই কাজ করা সম্ভব কী?  হ্যাঁ  এটা স্বাভাবিক ! 
তাহলে এখন কাজের কথাই আসি। এই কাজটি আমরা অতি সহজেই করতে পারি ছোট্ট একটি জাভাস্ক্রিপ্টের মাদ্ধমে। 
নিচের জাভাস্ক্রিপ্টি  ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন কিছু বুঝতে পারেন কি না? 


<script type="text/javascript">

/* Password Protection Script by www.itsayeem.com*/

var password = 'itsayeem'

password=prompt('Please enter the password to enter this page:','');

if (password != 'itsayeem') {

location.href='PAGE URL HERE';

}

</script>

আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ যাদের সমস্যা হচ্ছে তাদেরকে বুঝিয়ে বলছি।
জাভাস্ক্রিপ্টির তিতীয় লাইনটিতে var password = 'itsayeem' দেখতে পাচ্ছেন?  এখানে পাসওয়ার্ডটি হল 'itsayeem' 
'itsayeem'এর পরিবর্তে আপনি আপনার ইচ্ছানুসারে পাসওয়ার্ড দিতে পারেন।
চতুর্থ লাইনটিতে password=prompt('Please enter the password to enter this page:',''); এর  Please enter the password to enter this page এতি হল  alart message.
পঞ্চম লাইনটিতে if (password != 'itsayeem')যা আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড  নির্ধারণ করবে।
ষষ্ঠ লাইনটিতে রয়েছে location.href='PAGE URL HERE' এর PAGE URL HERE এ আপনি যেই পোস্ট বা পেইজে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন, এখানে PAGE URL HERE এর পরিবর্তে   সেই পোস্ট বা পেইজের লিংক দেন। 

আশা করি এখন কারো বুঝতে সমস্যা হচ্ছে না।

জাভাস্ক্রিপ্টি কোথাই বসাবেনঃ
আপনার ব্লগে নতুন একটি পেইজ খুলেন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।

পেইজের নাম/টাইটেল ফাঁকা রাখুন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।

 এখন HTML এ ক্লিক করে আপনার বানানো জাভাস্ক্রিপ্টি পেস্ট করুন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।
কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।

অবশেষে Publish করুন।
Demo Click here
password = 'itsayeem'
Report Print

About Author


0 Response to "কিভাবে আপনার সাইটের কনটেন্ট (পোস্ট) বা পেইজে পাসওয়ার্ড লাগাবেন।"

Post a Comment

Back to top
About UsSitemap
Contact UsDisclaimer
AdvertiserPrivacy Policy
About UsSitemap
Terms Of UseCopyright Issues